
| 	
        
			
							
			
			  জাতীয় সংসদের ২৪তম অধিবেশন আজ  
			
			
	
			
										প্রকাশ:
										০৩ সেপ্টেম্বর, ২০২৩,  ০৩:১০ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন বসছে আজ রবিবার (৩ সেপ্টেম্বর)। বিকাল ৫টায় অধিবেশন শুরুর আগে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি নির্ধারণ করা হবে। তবে এই অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে বলে জানিয়েছে সংসদ সচিবালয় সূত্র। পাঁচ বছরের মেয়াদ পূরণের কারণে এই অধিবেশনটি বর্তমান সংসদের শেষ অধিবেশন হওয়ার কথা ছিল। কিন্তু সংসদ কর্মকর্তারা জানিয়েছেন, অক্টোবরে আরও একটি অধিবেশন বসতে পারে। যদিও নির্বাচন কমিশনের তরফে এরইমধ্যে নভেম্বরের শেষে আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটগ্রহণের কথাও বলা হয়েছে। চলতি একাদশ সংসদের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হতে যাচ্ছে আগামী বছরের ২৯ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার (২৯ জানুয়ারি) আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। আগামী ১ নভেম্বর থেকে এই ৯০ দিনের ক্ষণ গণনা শুরু হবে। এর আগে ৬ জুলাই বাজেট অধিবেশন শেষ হয়। সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। 
  |