দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস হজরতুল আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী আগামী শনিবার (১৫ নভেম্বর) বাদ মাগরিব রাজধানীর বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে আলেমদের উদ্দেশে খুসুসি বয়ান করবেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) বসুন্ধরা মারকাজ কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। মারকাযের পক্ষ থেকে এই বয়ানে অংশ নিতে উলামায়ে কেরামের প্রতি দাওয়াত করা হয়েছে।
জানা গেছে, দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী তিন দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসছেন। আগামী ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য খতমে নবুওয়ত মহাসম্মেলনেও তাঁর বয়ান করার কথা রয়েছে।
এনএইচ/