শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ কওমি সনদ বাস্তবায়ন সেমিনার থেকে ১৩ দফা প্রস্তাবনা ও ২ দফা কর্মসূচি ঘোষণা স্বকীয়তা বজায় রেখে কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন চান মুফতী ফয়জুল করীম কওমি শিক্ষার্থীদের প্রতি সকল বৈষম্যের অবসান হোক: সেমিনারে বক্তারা ‘খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি সম্পন্ন’ হবিগঞ্জে মহানবী সা.কে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের শাল্লায় জমিয়তের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রউফ আশরাফ।।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শাল্লা উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান ও ছাত্র জমিয়ত বাংলাদেশ শাল্লা উপজেলা শাখার ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫ জুন, মঙ্গলবার, সিলেটের সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা সদরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শাল্লা উপজেলা শাখার সভাপতি মাওলানা ইকরাম হোসাইনে সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব ও ইউকের সভাপতি ড. মাও. শোয়াইব আহমদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম শতবর্ষের গণ মানুষের দাবীদাওয়া আন্দোলনের সংগঠন। সুতরাং শাল্লা উপজেলায় গণ মানুষের দাবীদাওয়া আদায়ের লক্ষ্যে দলীয় মনোনয়ন পেলে শাল্লা উপজেলার ৪ ইউনিয়নে চারজন চেয়ারম্যান প্রার্থী এবং প্রত্যেকটি ওয়ার্ডে একেকজন মেম্বার প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ তৈয়্যিবুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা জমিয়ত। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওঃ ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা জমিয়ত, মাওলানা মুখতার হোসাইন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক জেলা জমিয়ত, মাওলানা হেলাল আহমদ সাবেক সাধারণ সম্পাদক দিরাই উপজেলা জমিয়ত, মাওলানা আবিদুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক দিরাই উপজেলা জমিয়ত, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জমিয়ত নেতা আব্দুল্লাহ রাজি, ছাত্রনেতা সুহাইল আহমদ ইয়াহ্ইয়া সভাপতি (ভারপ্রাপ্ত) সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়ত, ছাত্রনেতা আসআদ আহমদ তালুকদার প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ