শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ কওমি সনদ বাস্তবায়ন সেমিনার থেকে ১৩ দফা প্রস্তাবনা ও ২ দফা কর্মসূচি ঘোষণা স্বকীয়তা বজায় রেখে কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন চান মুফতী ফয়জুল করীম কওমি শিক্ষার্থীদের প্রতি সকল বৈষম্যের অবসান হোক: সেমিনারে বক্তারা ‘খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি সম্পন্ন’ হবিগঞ্জে মহানবী সা.কে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

পাবনায় পাঁচ কবর থেকে ‘মরদেহ’ চুরির অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাবনা প্রতিনিধি : পাবনা সুজানগর উপজেলার চিনাখরা গোরস্থানে পাঁচটি কবর থেকে ‘মরদেহ’ চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।

শনিবার ওই গোরস্থানে গিয়ে দেখা যায়, সেখানকার পাঁচটি কবরের মাটি খোঁড়া হয়েছে। এলাকার অনেক নারী-পুরুষ এই ঘটনা দেখতে এসে ভিড় করেছেন।

এই গোরস্থানে মায়ের ‘মরদেহ’ হারানো এরশাদ বলেন, ‘দুপুরে জানতে পারি, আমার মায়ের কবর খোঁড়া হয়েছে, তাই দেখতে এসেছি। এটা একটা মহাপাপ, আমরা এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও গোরস্থান কমিটির সভাপতি বলেন, আমি থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবগত করেছি। এ নিয়ে তদন্ত চলছে।

এদিকে মরদেহ বা কঙ্কাল চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। মোট পাঁচটি কবর থেকে লাশ বা কঙ্কাল চুরি হয়েছে। অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত চলছে। এই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ