
|
কওমি মাদরাসাই ইসলামি শিক্ষাকে পূর্ণাঙ্গভাবে ধরে রেখেছে: জামায়াত আমির
প্রকাশ:
৩০ জানুয়ারী, ২০২৬, ১২:৪৭ দুপুর
নিউজ ডেস্ক |
জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদরাসার উন্নতিতে কাজ করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। অনেকে জামায়াতকে কওমি মাদরাসাবিরোধী বলে অভিযোগ করে। সেই অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, এদেশে ইসলামি শিক্ষাকে পূর্ণাঙ্গরূপে ধরে রেখেছে কওমি মাদরাসাই। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর পল্লবীর কেন্দ্রীয় ঈদগাহ পার্ক ও খেলার মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে এ কথা বলেন তিনি। জামায়াতে ইসলামীর আমির বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে— এমন অপপ্রচার চলছে। এটি একটি মিথ্যাচার। কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা। তিনি বলেন, আমরা কওমি মাদরাসার সঙ্গে পরামর্শ করব। এই শিক্ষার ম্যাক্সিমাইজ কীভাবে করা যায়, সর্বোচ্চ উৎকৃষ্ট উৎকর্ষ কীভাবে করা যায়— তা ইনশাআল্লাহ আমরা করব। আমরা মুখে নয়, কাজে প্রমাণ করব ইনশাআল্লাহ। এমএম/ |