
|
বিশেষ ছাড়ে প্রি-অর্ডারে ‘কুরআনী দুআসমূহের ব্যাখ্যা’ সেট
প্রকাশ:
৩০ জানুয়ারী, ২০২৬, ১১:৪৮ দুপুর
নিউজ ডেস্ক |
ইসলামী শিক্ষার গুরুত্বপূর্ণ গ্রন্থ ‘কুরআনী দুআসমূহের ব্যাখ্যা’ ১–৪ খণ্ডের পূর্ণ সেটের প্রি-অর্ডার কার্যক্রম শুরু করেছে প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল আশরাফ। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, চার খণ্ডের এই সেটটি সীমিত সময়ের জন্য বিশেষ ছাড়ে সংগ্রহ করার সুযোগ থাকছে। বইগুলোর মুদ্রিত মূল্য ২,৪২০ টাকা হলেও প্রি-অর্ডারে সেটটি পাওয়া যাচ্ছে মাত্র ১,০০০ টাকায়, যা প্রায় ৫৮ শতাংশ ছাড়। প্রকাশনা কর্তৃপক্ষ আরও জানায়, প্রি-অর্ডার কার্যক্রম চলবে আগামী ১২ থেকে ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এবং বই ডেলিভারি শুরু হবে ২০ জানুয়ারি ২০২৬ থেকে। গ্রন্থটির রচয়িতা হিসেবে উল্লেখ করা হয়েছে শাইখুল ইসলাম মুফতি মুহাম্মাদ তাকী উসমানী (দা.বা.)-এর নাম। ইসলামী শিক্ষায় আগ্রহী পাঠকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বই সংগ্রহে আগ্রহীরা মাকতাবাতুল আশরাফের অফিসিয়াল যোগাযোগ নম্বর ও ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এনএইচ/ |