আফতাবনগর মাদরাসায় সমসাময়িক বিষয়ে মতবিনিময় সভা আগামীকাল
প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৬, ১১:০৯ দুপুর
নিউজ ডেস্ক

দেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম ঢাকা’
আফাতাবনগর মাদরাসায় ফুজালাদের উদ্দেশ্যে আয়োজিত হতে যাচ্ছে সমসাময়িক প্রেক্ষাপটে উম্মাহর করণীয় শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টায় ‘আবনায়ে ইদারা আফতাবনগর’র উদ্যোগে মাদরাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। 

এতে প্রধান আলোচক হিসেবে থাকবেন আফাতাবনগর মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ আলী।

প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ আলী বলেন, এ বার্ষিক আলোচনা সভায় আমাদের প্রাণপ্রিয় ফারেগিন ছাত্ররা দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসে। এতে আনন্দে আমাদের বুক ভরে যায়। মন খুলে তাদের জন্য দোয়া আসে। পাশাপাশি সামাজিক, রাজনৈতিকসহ বিভিন্ন অঙ্গণে বিরাজমান অস্থিরতায় আলেম উলামাদের করণীয় সম্পর্কে এ সভায় আলোচনা করা হয়।

এছাড়া সভায় ইদারার সম্মানিত আসাতিযায়ে কেরাম আলোচনা করবেন। 

যোগাযোগ: ০১৯৩০৮৮৯৬৭৯, ০১৬৭৫৭৫৭৮৭০, ০১৬৮২৫৯৩৫৩৬

এমএম/