নারীদের বিশেষ দিনগুলোতে কী বিয়ে দেওয়া যাবে
প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৬, ১০:০৬ দুপুর
নিউজ ডেস্ক

অনেক অভিভাবক ও নারী জানতে চান, ঋতুস্রাবের দিনগুলোতে বিয়ে করলে তা কি শুদ্ধ হবে? অনেকে বলেন, বিয়ের মজলিসে অজু অবস্থায় থাকতে হয়, তাহলে ঋতুবতী নারীর কী হবে?

এমন প্রশ্নের উত্তরে ইসলামি স্কলাররা বলেন, বিয়ে সম্পন্ন হওয়ার জন্য হায়েজ বা ঋতুস্রাব থেকে মুক্ত থাকা আবশ্যক নয়। সুতরাং হায়েজ অবস্থায় দু’জন সাক্ষীর উপস্থিতিতে ইজাব ও কবুল (প্রস্তাব ও গ্রহণ) সম্পন্ন হলেই বিয়ে সংঘটিত হয়ে যাবে।

তবে যেহেতু ঋতুস্রাবের দিনে সহবাস হারাম, তাই অভিভাবকদের উচিত বিয়ের আগে পাত্রীর ঋতুস্রাবের দিন সম্পর্কে অবগত হওয়া এবং অন্যকোনো তারিখে বিয়ের দিন ঠিক করা। নতুবা অনেক সময় বিয়ের পাত্র এতে মন খারাপ করতে পারে এবং পাত্র ও কন্যা উভয়ে বিব্রতবোধ করতে পারে।

ইসলামি শরিয়তের দৃষ্টিতে বিয়ের আগে অজু করা আবশ্যক নয়। অজুহীন অবস্থায়ও বিয়ে হয়ে যায়। তবে কেউ বরকত লাভের জন্য অজু করলে সেটা ভিন্ন কথা। কেউ যদি মনে করে, অজু না করলে বিয়ে হবে না, তবে তা বিদআতের অন্তর্ভুক্ত হবে এবং এমন বিশ্বাস পরিহার করা আবশ্যক।

এনএইচ/