দ্বিতীয়বারের মতো চাঁটিগাও বিজয় দিবস পালিত
প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৯ বিকাল
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো চাঁটিগাও বিজয় দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর খুলশীতে ইতিহাস ঐতিহ্য ও অগ্রজের সন্ধানে সংগঠনের কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   

আজকের চট্টগ্রামের বন্দরকেন্দ্রিক অর্থনীতি, বাণিজ্যিক গুরুত্ব ও আত্মমর্যাদাবোধ—সবকিছুর ঐতিহাসিক ভিত্তি ১৬৬৬ খ্রিস্টাব্দের সেই চাটিগাঁও বিজয়ে।

সেই ইতিহাসকে তুলে ধরতে ‌‘ইতিহাস ঐতিহ্য ও আগ্রজের সন্ধানে’ গত বছর প্রথমবারের মতো আয়োজন করেছিল চাটিগাঁও বিজয় দিবস। তারই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো এই দিবসটি পালন করে। আলোচনা সভা ও নানান কার্যক্রমের মাধ্যমে দিবসটি পালিত হয়। 

অয়োজকরা বলেন, ভুলে যাওয়া ইতিহাসকে সকলের মাঝে ছড়িয়ে দিতে ও নিজেরে শেকড়ে ইতিহাসকে  ধারন করতে আমাদের এই কার্যক্রমে সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই। 

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন  চট্টগ্রাম ইতিহাস ও সংস্কৃতি গবেষনা কেন্দ্রের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক ও ইতিহাস গবেষক অলিউর রহমান ওলি। আরও আলোচনা করেন বিশিষ্ট আইনজীবী ও ব্যবসায়ী ব্যারিস্টার আবিদ উর রাহমান।  

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী ও ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন। অনুষ্ঠানে পরিচালনা ও বাস্তবতায়নে ছিলেন গবেষক ও সংস্কৃতিকর্মী ইফতিখার হোসাইন রাকিব।

আরএইচ/