
|
‘একটি সমৃদ্ধ জাতি গঠনে ইমামদের ভূমিকা অনস্বীকার্য’
প্রকাশ:
২৯ জানুয়ারী, ২০২৬, ০৬:০৪ বিকাল
নিউজ ডেস্ক |
রাজবাড়ীতে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে জেলা ইসলামিক ফাউন্ডেশন চত্বরের উন্মুক্ত মঞ্চে জেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সভাপতিত্বে এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস এন্ড অবস) মো. শামসুল হক, জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলাম, ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন। জেলা ইমাম কমিটির সভাপতি মো. ইলিয়াস আলী মোল্লা, বরেণ্য আলেম মাও আবুল এরশাদ মো. সিরাজুম মুনির, জেলা মডেল মসজিদের ইমাম, আবু সাঈদ তৈয়বীসহ সম্মেলনে জেলার সাত শতাধিক ইমাম ও খতিব অংশগ্রহণ করেন। সম্মেলনে বক্তারা বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে ইমামদের ভূমিকা অনস্বীকার্য। আসন্ন গণভোটে সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করতে ইমামগণ গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় ভূমিকা পালন করতে পারেন। দেশের স্বার্থে হ্যাঁ ভোটকে উদ্বুদ্ধ করা আমদের নৈতিক দায়িত্ব। এমএম/ |