
|
পটুয়াখালী-৪ আসনে দেওয়াল ঘড়ির গণসংযোগে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ
প্রকাশ:
২৯ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৫ বিকাল
নিউজ ডেস্ক |
পটুয়াখালী-৪ সংসদীয় আসনের কলাপাড়া উপজেলার ধোলাশার ইউনিয়নে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকের পক্ষে নির্বাচনী গণসংযোগকালে স্থানীয় বিএনপি সন্ত্রাসী কর্তৃক হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এতে ৩ জন দায়িত্বশীল গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। এর ঘটনার প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক আবদুল্লাহ ফরিদ ও সদস্য সচিব অধ্যাপক আব্দুল জলিল এক বিবৃতিতে বলেন, পেশীশক্তির অপরাজনীতি আবার শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় খেলাফত মজলিস প্রার্থীদের প্রচারণায় বাধাগ্রস্থ করা হচ্ছে। প্রচারপত্র ও বিলবোর্ড নষ্ট করা হচ্ছে। আমরা পটুয়াখালীতে আজকের হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি। হামলাকারীদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। অবিলম্বে নির্বাচনী সংঘাত বন্ধে ইসিকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোন সন্ত্রাস ও পেশীশক্তির তাণ্ডব জনগণ আর মেনে নিবে না। নির্বাচন পরিচালনায় স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করতে হবে। এমএম/ |