
|
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে চালু হচ্ছে গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা কার্যক্রম
প্রকাশ:
২৯ জানুয়ারী, ২০২৬, ০৫:২৮ বিকাল
নিউজ ডেস্ক |
সমাজ-সভ্যতার বহুমুখী সংকট, আদর্শিক দ্বন্দ্ব ও নৈতিক অবক্ষয়ের এই যুগে সমকালীন চ্যালেঞ্জ মোকাবিলায় যুগসচেতন, প্রাজ্ঞ, নিষ্ঠাবান দাঈ ও গবেষক আলেম তৈরি সময়ের অপরিহার্য দাবি। সময়ের ভাষা বোঝেন, আধুনিক মতবাদ ও ইসলামের গভীর জ্ঞান রাখেন—এমন বিজ্ঞ আলেম-দাঈ গড়ে তোলার লক্ষ্যেই আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ সহযোগী প্রতিষ্ঠান আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট চালু করতে যাচ্ছে ৩ বছর মেয়াদী গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রোগ্রাম। আসন্ন রমাদান থেকে শুরু হতে যাওয়া এ প্রোগ্রামে থাকবে ৫টি তাখাসসুস (বিশেষায়িত) বিভাগ—দাওয়াহ ও তুলনামূলক ধর্মতত্ত্ব, কুরআনিক সায়েন্স ও তাফসির, ফিকহ ও ইফতা, ইসলামি অর্থনীতি এবং ইসলামের ইতিহাস। ইতোপূর্বে ‘পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইসলামিক দাওয়াহ’-এর দুটি কোর্স সফলভাবে সম্পন্ন করার অভিজ্ঞতার আলোকে এবার আরও বিস্তৃত ও গবেষণাধর্মী পরিসরে এই নতুন উচ্চশিক্ষা কার্যক্রম শুরু করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এই প্রোগ্রামের একটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য হলো—প্রথম বর্ষটি হবে সকল বিভাগের জন্য একটি যৌথ প্রস্তুতিমূলক বর্ষ। এ বছরে শিক্ষার্থীরা উলুমুল কুরআন, উলুমুল হাদিস, উসুলুল ফিকহ ও দাওয়াহ-ধর্মতত্ত্বের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান ও কম্পিউটার বিষয়ে মৌলিক ধারণা লাভ করবেন। মূলত এটি হবে আলেমদের জন্য একটি বুদ্ধিবৃত্তিক ভিত্তি নির্মাণের বর্ষ। প্রস্তুতিমূলক বর্ষ শেষে শিক্ষার্থীদের ফলাফল ও পূর্বনির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে পাঁচটি বিশেষায়িত বিভাগের যেকোনো একটিতে উচ্চতর গবেষণার জন্য নির্বাচন করা হবে। পাশাপাশি আগ্রহী শিক্ষার্থীদের জন্য জেনারেল ধারার একাডেমিক পড়াশোনার সুযোগও রাখা হয়েছে। প্রোগ্রামটির সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে—ইলমি ও আমলি পরিবেশ, অভিজ্ঞ আলেম ও গবেষকদের সরাসরি তত্ত্বাবধান, আবাসন ও খাবারসহ সম্পূর্ণ ফ্রি শিক্ষা ব্যবস্থা, কম্পিউটার ল্যাব সুবিধা এবং কোর্স শেষে সনদপত্র প্রদান। বিশেষ সেশন, ইন্টারঅ্যাকটিভ ক্লাস, গ্রুপ ডিসকাশন, ডিবেট, ক্লাস শিট ও রিডিং ম্যাটেরিয়ালসের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। ভর্তির ক্ষেত্রে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে তাকমীল, ফাযিল-কামিল, এ্যারাবিক বা ইসলামিক স্টাডিজে অনার্স-মাস্টার্স কিংবা সমমানের ক্লাসে ন্যূনতম ৭০ শতাংশ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ শিক্ষাবৃত্তির ব্যবস্থা। আবেদন গ্রহণের শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি ২০২৬। ভাইভা ও ক্লাস সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে জানানো হবে আবেদন লিংক : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdQE0YA1qcEkRZhgz2ZoKj65cAIavMzkKpqaUQLFJt6yevPJw/viewform বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য— ঠিকানা : আস-সুন্নাহ ফাউন্ডেশন; প্লট-৬২, ৬৪, ব্লক-এ, রোড-৩, আফতাবনগর, ঢাকা। |