
|
১১ মাসে কোরআনের হাফেজ শিশু আহমদ সাইফ
প্রকাশ:
২৯ জানুয়ারী, ২০২৬, ০১:৫৭ দুপুর
নিউজ ডেস্ক |
আবদুর রউফ আশরাফ মাত্র ১১ মাসে পূর্ণ কুরআন শরীফ মুখস্ত করে এক অনন্য নজির স্থাপন করেছে আহমদ সাইফ। অদম্য মেধা ও অক্লান্ত পরিশ্রমের দ্বারা কুরআন মুখস্থ করে গৌরব অর্জন করেছে। আহমদ সাইফ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার যাত্রাপাশার আশরাফুল ইসলামের ছেলে। হবিগঞ্জের স্বর্ণপদক প্রাপ্ত প্রতিষ্ঠান মাদরাসা তাহসিনুল কুরআন ইন্টারন্যাশনাল হবিগঞ্জ থেকে হিফজ সম্পন্ন করেন। সাধারণত ২ থেকে ৩ বছর লাগলে সে ১১ মাসে পূর্ণ কুরআন শরীফ মুখস্ত করে শিক্ষক ও অভিভাবকদের অবাক করে দিয়েছেন সে। এমএম/ |