আল-হাইআতুল উলয়ার সদস্য হচ্ছেন মুফতি এছহাক মোহাম্মদ আবুল খায়ের
প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ১১:০০ দুপুর
নিউজ ডেস্ক

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব ও আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের  স্থায়ী কমিটির সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজীর ইন্তেকালের পর আল-হাইয়ার সদস্য পদটি খালি হয়। এরই পরিপ্রেক্ষিতে কুরআন শিক্ষা বোর্ডের বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব মুফতি এছহাক মোহাম্মদ আবুল খায়েরকে পদটিতে মনোনয়নের প্রস্তাব চেয়ে কুরআন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুফতি রেজাউল করীম স্বাক্ষরিত একটি পত্র হাইআতুল উলয়ার চেয়ারম্যান বরাবর পাঠানো হয়। 

গত বছরের ১১ নভেম্বর কুরআন শিক্ষা বোর্ডের মজলিসে খাছ’র বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়ার পর প্রস্তাব পত্রটি পাঠানো হয় ।  

মনোনয়ন প্রস্তাব পত্রে বলা হয়, আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশ এর স্থায়ী কমিটির সদস্য সদ্য মরহুম আল্লামা নূরুল হুদা ফয়েজী রহ. এর শূন্য পদে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মজলিসে খাছ’র সিদ্ধান্ত মোতাবেক ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে অত্র বোর্ডের পক্ষে স্থায়ী কমিটির সদস্য হিসেবে জনাব মুফতি সৈয়দ এছহাক মো: আবুল খায়েরকে মনোনয়ন প্রস্তাব করছি।

অদ্য হতে অত্র বোর্ডের পক্ষে তিনি আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশ-এর বিভিন্ন দাপ্তরিক সভা, একাডেমিক ও প্রশাসনিক বৈঠকসমূহে প্রতিনিধিত্বশীল দায়িত্বপালনে অংশগ্রহণ করবেন, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, প্রবীণ রাজনীতিবিদ মাওলানা নুরুল হুদা ফয়েজী ১১ নভেম্বর (মঙ্গলবার) ২০২৫ ইন্তেকাল করেন। তিনি আল-হাইআতুল উলয়ার লিল জামি’আতিল কওমিয়া বাংলাদেশে’র স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

পাশাপাশি তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ-এর কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব ছিলেন।

এমএম/