
|
ঢাকা-৫ আসনে পরিবর্তনের বার্তা নিয়ে হাজী ইবরাহীমের গণসংযোগ
প্রকাশ:
২৯ জানুয়ারী, ২০২৬, ০৯:৩৬ সকাল
নিউজ ডেস্ক |
জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বুধবার (২৮ জানুয়ারি) ঢাকা-৫ আসনের ৬৯ ও ৬২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার সংসদ সদস্য প্রার্থী হাজী মো. ইবরাহীম। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। এ সময় তিনি একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাঁর ভাবনা ও কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই গণসংযোগে অংশগ্রহণ করেন এবং পরিবর্তনের এই আহ্বানে ইতিবাচক সাড়া দেন। গণসংযোগ শেষে হাজী মোঃ ইবরাহীম বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি। জনগণকে সাথে নিয়েই একটি কল্যাণমুখী ও জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, ইনশাআল্লাহ । এমএম/ |