লন্ডনে গোলটেবিল আলোচনা, ধানের শীষ ও খেজুর গাছের বিজয় নিশ্চিতের আহ্বান
প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ০২:৫৩ দুপুর
নিউজ ডেস্ক

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে গত ২৫ জানুয়ারি ২০২৬, রবিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে “বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন: আমাদের প্রত্যাশা” শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট মিডিয়া ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিমের সভাপতিত্বে এবং ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপি–জমিয়ত জোটের খেজুর গাছ প্রতীকের জমিয়তের চারজন প্রার্থীসহ জোটের সকল প্রার্থীর বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, আমরা যে যেখানে আছি সেখান থেকেই ধানের শীষ ও খেজুর গাছ প্রতীকের প্রার্থীদের সর্বোচ্চ সফলতার জন্য আন্তরিকভাবে কাজ করে যাবো—এটাই আজকের অঙ্গীকার হওয়া উচিত। 

বক্তারা আরো বলেন, জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির ঐক্য না থাকলে আজ দেশের অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে পড়তো। দেশ ও জাতিকে রক্ষা করতে হলে এ ঐক্য সর্বাবস্থায় ধরে রাখতে হবে। দেশ গঠন ও উন্নয়নের জন্য এই ঐক্যের কোনো বিকল্প নেই।

বক্তারা বলেন, যারা বাস্তবতা অনুধাবনে ব্যর্থ এবং সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম, তারাই বিভাজনের পথ বেছে নিয়েছে। এই বিভাজনের সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব সম্পর্কে যাদের স্পষ্ট ধারণা নেই, তারাই অপরিণামদর্শী চিন্তাধারায় নিমগ্ন রয়েছে।

গোলটেবিল বৈঠকে বক্তারা খেজুর গাছ প্রতীক নিয়ে জমিয়তে উলামায়ে ইসলামের যেসব জাতীয় ইসলামী নেতৃবৃন্দ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তাঁদের যোগ্যতা ও বাগ্মিতার প্রশংসা করেন। বক্তারা আশা প্রকাশ করেন, ইনশাআল্লাহ দেশ গঠনে তাঁদের ভূমিকা প্রশংসনীয়ভাবে প্রতিফলিত হবে।

ইউকে জমিয়ত নেতৃবৃন্দ বলেন, অতীতে ইসলাম ও এন্টি-ইসলাম বিভাজনের মাধ্যমে ব্যালট বাক্সকে কেন্দ্র করে যে জাতীয় সংকট তৈরি করা হয়েছিল, তা থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দেশের জনগণকে রক্ষা করতে সক্ষম হয়েছে। অন্যথায় কোটি কোটি তাওহিদী জনতার মধ্যে অপ্রত্যাশিত বিভাজন সৃষ্টি হতো, যার খেসারত দেশকে চরম মূল্য দিয়ে দিতে হতো।

গোলটেবিল বৈঠকে আলোচনায় অংশ নেন ইউকে জমিয়তের সহ-সভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ ও হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী। এছাড়া আরো বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রশিক্ষণ সম্পাদক ও ইউকে জমিয়ত সাউথ ওয়েস্ট ইংল্যান্ডের সভাপতি মাওলানা অলিউর রহমান, ইউকে জমিয়তের উপদেষ্টা মাস্টার সৈয়দ ফররুখ আহমদ, আলহাজ্ব খালিছ মিয়া, সহ-সেক্রেটারি হাফিজ জিয়া উদ্দিন, লন্ডন মহানগর জমিয়তের সেক্রেটারি মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, ইউকে জমিয়ত সাউথ ওয়েস্ট ইংল্যান্ডের সাংগঠনিক সম্পাদক সৈয়দ খলিল মিয়া, অফিস সম্পাদক মাওলানা ফখরুদ্দীন বিশ্বনাথী, সদস্য মাহফুজ আহমদ চৌধুরী, মাওলানা জুনাইদ আহমদ, মিজানুল ইসলাম চৌধুরী, তাকির চৌধুরী ও সৈয়দ শোয়েব আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং জোটের প্রতিটি প্রার্থীকে বিজয়ী করতে বিএনপি–জমিয়ত জোটকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সকল নেতাকর্মীকে সততা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।
সভায় জমিয়তের খেজুর গাছ প্রতীকের চারজন প্রার্থীর নাম উল্লেখ করে বলা হয়—

সিলেট–০৫ আসনে জমিয়ত–বিএনপি জোটের মনোনীত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক,
ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ) আসনে সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব,
নীলফামারী–০১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি এবং নারায়ণগঞ্জ–০৪ আসনে যুগ্ম মহাসচিব মাওলানা মনির হুসাইন কাসেমীসহ বিএনপি–জমিয়ত জোটের সকল প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।

ইউকে জমিয়ত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে জনগণের সমর্থনে বিএনপি–জমিয়ত জোটের প্রার্থীরা আসন্ন নির্বাচনে বিজয় অর্জন করবেন।

সভায় কমিউনিটির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও সমাজসেবী ও বিশিষ্ট ব্যবসায়ী তাকির চৌধুরী জমিয়তের কার্যক্রমকে গতিশীল করার প্রত্যয় নিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দায়িত্বশীল কর্মী হিসেবে আনুষ্ঠানিকভাবে ইউকে জমিয়তে যোগদান করেন। এসময় ইউকে জমিয়ত নেতৃবৃন্দ বিশিষ্ট ব্যবসায়ী তাকির চৌধুরীকে বরণ করে নেন।

এমএম/