
|
মুফতি মুবারকুল্লাহকে দেখতে হাসপাতালে আল-হাইয়ার প্রতিনিধি দল
প্রকাশ:
২৮ জানুয়ারী, ২০২৬, ০১:২৮ দুপুর
নিউজ ডেস্ক |
ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার মুহতামিম ও শাইখুল হাদিস এবং বিশিষ্ট লেখক মুফতি মুবারকুল্লাহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজধানীর গ্রিন রোডের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নিয়েছে কওমি বোর্ডগুলোর নীতিনির্ধারক প্রতিষ্ঠান আল-হাইয়াতুল উলয়া লিলজামিয়াতিল কওমিয়ার একটি প্রতিনিধি দল। গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রতিনিধি দলের সদস্যরা দেশের প্রবীণ এই আলেমের শয্যাপাশে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। প্রতিনিধি দলে ছিলেন আল-হাইয়্যার কো-চেয়ারম্যান মাওলানা সাজিদুর রহমান, বেফাক মহাসচিব ও হাইয়্যা সদস্য মুফতি মাহফুজুল হক এবং হাইয়্যার সদস্য মুফতি এনামুল হক। গত রোববার (২৫ জানুয়ারি) হবিগঞ্জের বানিয়াচং থেকে মাহফিল শেষে ফেরার পথে রাত দুইটার দিকে নাসিরনগর থানার এলাকায় মুফতি মুবারকুল্লাহর গাড়ি খাদে পড়ে যায়। আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হয়। সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আল খলিল হসপিটালে এক্সরের জন্য নেওয়া হয়। এক্সরে রিপোর্টে দেখা যায়, একটি পায়ে হাঁটু থেকে সামান্য উপরের দিকে পূর্ণ হাড় ভেঙে গেছে এবং বুকের দুটি হাড় ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। এমএম/ |