
|
এবারও মক্কা-মদিনায় ১০ রাকাত তারাবি পড়ার সিদ্ধান্ত
প্রকাশ:
২৮ জানুয়ারী, ২০২৬, ১২:২২ দুপুর
নিউজ ডেস্ক |
আসন্ন রমজানে মক্কার মসজিদে হারাম ও মসজিদে নববিতে তারাবির নামাজ ১০ রাকাত পড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এরপর আদায় করা হবে ৩ রাকাত বিতর নামাজ। এভাবে মোট ১৩ রাকাত নামাজ আদায় হবে। তারাবিহ ও বিতর মিলিয়ে পাঁচবার সালাম ফিরানো হবে। শেষ সালাম হবে বিতর নামাজের মাধ্যমে। দুই পবিত্র মসজিদের বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, আসন্ন রমজানে রাতের তারাবিহ নামাজ এই নির্ধারিত কাঠামো অনুসারেই আদায় করা হবে। এনএইচ/ |