সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিন: আজহারী
প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৩:২০ দুপুর
নিউজ ডেস্ক

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা প্রচারণা নিয়ে ব্যস্ততম সময় পার করছেন। ভোটারদের মাঝেও চলছে নানা আলোচনা। এরই মধ্যে নির্বাচনে ভোট প্রদানের বিষয়ে কথা বলেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তিনি এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন।

ওই পোস্টে তিনি লেখেছেন সবাইকে সত্য ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান।

তিনি লিখেন, ‘ভোট একটি আমানত। সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিন।

আরএইচ/