যুব জমিয়ত নেতাদের সঙ্গে জমিয়তের নির্বাচন মনিটরিং সেলের বৈঠক
প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৮:২৭ সকাল
নিউজ ডেস্ক

যুব জমিয়ত ঢাকা মহানগর উত্তরের দায়িত্বশীলদের সাথে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাচন মনিটরিং সেলের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক সমন্বয় এবং মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও মনিটরিং সেলের আহবায়ক মাওলানা আব্দুর রব ইউসুফী বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন। নির্বাচনকালীন সময়ে ভোটকেন্দ্রভিত্তিক মনিটরিং জোরদার করতে, আইনগত ও সাংগঠনিক দিকগুলোতে সতর্ক থাকতে এবং জনগণের ভোটাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক ও নির্বাচন মনিটরিং সেলের সদস্য মুফতি ইমরানুল বারী সিরাজী, যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা তাওহিদ কাসেমী,মাওলানা মোহাম্মদ আলী,মাওলানা গোফরান হুসাইন,মাওলানা শামসুল হুদা,মাওলানা ফাইয়াদ আব্দুল্লাহ,মাওলানা জাফর আহমাদ ও মাওলানা তৌফিক কাসেমী প্রমুখ।

এছাড়া বৈঠকে যুব জমিয়তের নেতাকর্মীদের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া হয়। আলোচনা চলাকালে বিএনপি–জমিয়ত জোটের প্রার্থীদের পক্ষে সাংগঠনিকভাবে মাঠে কাজ করার বিষয়ে মতামত উপস্থাপন করা হয় এবং দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে যুবকদের দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করা হয়।

বৈঠক শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টা ও সুসংগঠিত কার্যক্রমের মাধ্যমে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জমিয়তের সকল স্তরের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করবেন।