
|
ঈর্ষণীয় সাফল্য অর্জনকারী জামিআ রাব্বানিয়ায় ভর্তি তারিখ ঘোষণা
প্রকাশ:
২৬ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৪ রাত
নিউজ ডেস্ক |
|
বাংলাদেশের কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের অধীন সকল মারহালায় ও আল-হাইআতুল উলয়ার অধীন দাওরায়ে হাদিসে প্রতি বছরে ঈর্ষণীয় সাফল্য অর্জনকারী বিদ্যাপীঠ, ও ঐতিহ্যবাহী শীর্ষ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিআ রাব্বানিয়া আরাবিয়া। সম্প্রতি প্রতিষ্ঠানটির ইফতা বিভাগে (২০২৬-২৭ ইং) শিক্ষাবর্ষের ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। মুফতী নজরুল ইসলাম ভাসানী বলেন, এখানে রাজধানী ঢাকার ‘জামিয়া শারইয়্যাহ মালিবাগ’ এর ইফতা বিভাগের প্রধান মুশরিফ, মুফতি হারুন সাহেব আধুনিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত মুহাযারা পেশ করেন এবং ফতোয়ার তামরীন দেখেন। তিনি আরও বলেন, ৬ ই শাওয়াল সকাল ১০টায় ভর্তি শুরু হবে । এর আগে ফরম বিতরণ করা হবে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত। এদিকে ভর্তি সংক্রান্ত বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ হতে এক বিজ্ঞপ্তিতে ইফতা বিভাগের বৈশিষ্ট্য, ভর্তি পরীক্ষার বিষয় ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য শর্তাবলী জানানো হয়েছে। ইফতা বিভাগের বৈশিষ্ট্য: ভর্তি পরীক্ষার বিষয়: ভর্তির শর্তাবলি: যেকোনো বিষয়ে জানতে যোগাযোগ করুন 01893-847552, 01722-240642 নাম্বারে। ঠিকানা: জামিআ রাব্বানিয়া আরাবিয়া, রব্বানীনগর, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। এমএম/ |