সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিশিষ্ট আলেম মুফতি মুবারকুল্লাহ
প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৩:৫২ দুপুর
নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার মুহতামিম ও শাইখুল হাদিস এবং বিশিষ্ট লেখক মুফতি মুবারকুল্লাহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। 

রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। ব্রাহ্মণবাড়িয়ায় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়। 

জানা গেছে, তিনি হবিগঞ্জের বানিয়াচং থেকে মাহফিল শেষে ফেরার পথে রাত দুইটার দিকে নাসিরনগর থানার এলাকায় তার গাড়ি খাদে পড়ে যায়। আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হয়। সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আল খলিল হসপিটালে এক্সরের জন্য নেওয়া হয়।

এক্সরে রিপোর্টে দেখা যায়, একটি পায়ে হাঁটু থেকে সামান্য উপরের দিকে পূর্ণ হাড় ভেঙে গেছে এবং বুকের দুটি হাড় ভেঙে গেছে। 

উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এমএম/