অসুস্থ হাটহাজারীর মুহতামিমকে দেখতে হাসপাতালে ধর্ম উপদেষ্টা
প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৩:২৪ দুপুর
নিউজ ডেস্ক

দেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামেয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম-হাটহাজারীর মহাপরিচালক মাওলানা মুফতী খলিল আহমদ চট্টগ্রাম নগরীর কুরাইশীকে এপোলো ইম্পেরিয়াল হসপিটালে চিকিৎসাধীন। তাকে দেখতে হাসপাতালে ছুটে যান ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন। 

সোমবার (২৬ জানুয়ারি) সাক্ষাৎকালে উপদেষ্টা ও হাটহাজারী মাদরাসা মহাপরিচালক একে-অপরের শারীরিক খোঁজখবর নেন এবং দোয়া বিনিময় করেন। 

প্রসঙ্গত, শারীরিক জটিলতা নিয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন হাটহাজারী মাদরাসার মুহতামিম। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। 

এমএম/