
|
বরিশালের ১৯ আসনে জমজমাট প্রচারণায় হাতপাখার প্রার্থীরা
প্রকাশ:
২৬ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৬ সকাল
নিউজ ডেস্ক |
বরিশাল বিভাগের ১৯টি আসনে জমজমাট প্রচারণা চালাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা। প্রতিদিনই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন তারা। প্রচারণার মূল টার্গেটে রয়েছে সাধারণ ভোটাররা। এসব আসনের নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে প্রত্যেক ভোটারের কাছে 'ইসলামের পক্ষে একক মার্কা' হিসেবে হাতপাখাকে উপস্থাপন করছেন। এলাকাভেদে মানুষের সমস্যা সমাধানে বিভিন্ন প্রতিশ্রুতি উপস্থাপন ও জাতীয় জীবনে মানুষের সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। সর্বত্রই প্রচারণায় জনপ্রত্যাশাকে গুরুত্ব দিচ্ছেন তারা। বরগুনা-০১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ আজ ৪নং ইউনিয়ন কোটবাড়িয়া বাজার, লতা বাড়িয়া বাজার ও দোওতলা বাজার এলাকায় গণসংযোগ করেন। এছাড়া ১ নং ফুলঝুরি বাজারে পথসভা ও গণসংযোগ করেন তিনি। বরগুনা-০২ আসন প্রার্থী মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমী কাকচিরা বাজার ঝালকাঠি-০১ আসনের প্রার্থী মাওঃ ইব্রাহিম আল হাদী আজ রাজাপুর সদর ইউনিয়ন, আমুয়া বন্দর বাজার এবং কয়েকটি গ্রামে গণসংযোগ করেন। ঝালকাঠি-০২ আসনের প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজী আজ নলছিটি পৌর শহরের মডেল মসজিদে চত্বর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে এবং চায়না মাঠে এসে শেষ করেন। এছাড়াও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন এবং রাতে ঝালকাঠি সদর উপজেলার ৯নং শেখেরহাট ইউনিয়নে কয়েকটি উঠান বৈঠক করেন। বরিশাল-০১ আসনের প্রার্থী জনাব রাসেল সরদার মেহেদী আজ গৌরনদী উপজেলার বাড়পাইকা, ধোপের পাড়, গৌরনদী চাদশী, বড় কসবা, মোল্লারহাট বাজার এলাকায় গণসংযোগ করেন। এছাড়াও মোল্লারহাট বাজারে একটি পথসভা করেন তিনি। বরিশাল-০৩ আসনের প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আজ বাবুগঞ্জের রহমতপুর ও মীরগঞ্জ বাজার এবং মুলাদী পৌরসভার ৪নং ওয়ার্ডে গণসংযোগ করেন। এছাড়াও খেজুরতলা এলাকায় একাধিক মহিলা উঠান বৈঠকে অংশ নেন তিনি। বরিশাল-০৪ আসনের প্রার্থী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের আজ দক্ষিণ উলানিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এছাড়াও গোবিন্দপুর বাজারে পথসভা করেন। পটুয়াখালী-০২ আসনের প্রার্থী জনাব মুফতি আব্দুল মালেক আনোয়ারী বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন ও বাউফল পৌরসভায়ে উঠান বৈঠক ও গনসংযোগ করেন। ভোলা-০৩ আসনের প্রার্থী মাওলানা মোসলেহ উদ্দীন আজ লালমোহন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও বেশকিছু উঠান বৈঠকে অংশ নেন। ভোলা-০৪ আসনের প্রার্থী প্রফেসর এ. এম. এম. কামাল উদ্দিন আজ মনপুরার নয়া বাজার, জনতা বাজার, পচাঁ কুরালিয়া মাছ ঘাট, নূরউদ্দিন মার্কেট, ডালি মার্কেট, সিরাজগন্জ বাজার, তালতলা বাজার, বাংলা বাজার, এবং কুরালিয়া বাজার গণসংযোগ করেন। পিরোজপুর-০২ আসনের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ আজ কাউখালি উপজেলার পূর্ব বেতকা বাজার, বগা ও কেউন্দিয়া এলাকায় গণসংযোগ ও একাধিক উঠান বৈঠকে অংশ নেন। পিরোজপুর-০৩ আসনের প্রার্থী অধ্যাপক ডা. মো: রুস্তম আলী ফরাজি আজ মঠবাড়িয়া পৌরসভার কয়েকটি ওয়ার্ড, মিরুখালী বাজার, মঠবাড়িয়া বাজার ও টিটিকাকা ইউনিয়নে গণসংযোগ ও বেশকিছু উঠান বৈঠকে অংশ নেন। এনএইচ/ |