
|
আমরা একা নই, জনতা ও উলামা আমাদের সঙ্গে: পীর সাহেব চরমোনাই
প্রকাশ:
২৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৯ বিকাল
নিউজ ডেস্ক |
|
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, আমি আপনাদের কাছে হাতপাখার ভোট চাইতে এসেছি। অনেক আশা নিয়ে ইসলামপন্থার পক্ষে ঐক্য গড়ে তুলতে চেয়েছিলাম। কিন্তু দেখা গেল, জামায়াত ইসলামের নীতি আদর্শ বাস্তবায়ন করা প্রতিজ্ঞা থেকে সরে আসছে তখন ইসলামের স্বার্থে আমাদের একক পথচলার সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে আল্লাহর রহমতে আমরা একা নই। দেশের সর্বস্তরের জনতা ও উলামায়ে কেরাম আমাদের সাথে আছে। রোববার (২৫ জানুয়ারি) ময়মনসিংহ-৬ এ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি নুরে আলম সিদ্দিকীর সমর্থনের ফুলবাড়িয়ায়, ময়মনসিংহ-৪ এ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যাপক সমর্থনের ময়মনসিংহ শহরের কৃষ্ণচূড়া চত্বরে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। মুফতি সৈয়দ রেজাউল করীম বলেন, অনেক প্রার্থী নানারকম উন্নয়নের প্রতিশ্রুতি দেন; কিন্তু কেউ নীতির উন্নয়নের কথা বলেন না। সংসদ সদস্যরা যদি সংসদে সঠিক নীতি প্রনয়ন করেন এবং সেই নীতির বাস্তবায়নে শাসনবিভাগকে জবাবদিহিতায় বাধ্য করেন তাহলে উন্নয়ন দেশের সকল নাগরিকের কাছে এমনিতেই পৌছে যাবে। তাই বস্তুগত উন্নয়নের প্রতিশ্রুতি না দিয়ে নীতির উন্নয়নের কথা বলুন। পীর সাহেব চরমোনাই বলেন, বিগত ৫৪ বছরে অনেক উন্নয়নের কথা জাতি শুনেছে কিন্তু সেসব উন্নয়নের পেছনে ছিলো দুর্নীতির মচ্ছব। খুন-গুম ও টাকা পাচার করে দেশকে দিনকে দিন দেশকে পিছিয়ে দিচ্ছে। তাই দেশের কাঠামোগত উন্নয়ন ও নীতি উন্নয়নের দিকে গুরুত্ব দিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নেতা নয় নীতির পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছি। এমএম/ |