আফগানিস্তানে তীব্র তুষারপাত ও ভারী বর্ষণে প্রাণহানি বেড়ে অন্তত ৬১ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) জানিয়েছে, গত কয়েক দিনের প্রাকৃতিক দুর্যোগে শতাধিক মানুষ আহত হয়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এএনডিএমএ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত আফগানিস্তানের মধ্য ও উত্তরাঞ্চলের বিভিন্ন প্রদেশে ভয়াবহ তুষারপাত ও বৃষ্টির কারণে এসব হতাহতের ঘটনা ঘটে। এ সময়ে ৬১ জন নিহত এবং অন্তত ১১০ জন আহত হয়েছেন। পাশাপাশি দেশজুড়ে ৪৫৮টি বাড়ি আংশিক কিংবা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আশঙ্কা করছে, দুর্গম ও পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত থাকায় হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র আরও ভয়াবহ হতে পারে। ভারী তুষারপাতের কারণে অনেক এলাকায় সড়ক বরফে ঢেকে গেছে, ফলে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক দুর্ঘটনার ঘটনাও ঘটেছে।
বিশেষজ্ঞরা বলছেন, দুর্বল অবকাঠামো ও পর্যাপ্ত পূর্বসতর্কতা ব্যবস্থার অভাবে আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলগুলো প্রাকৃতিক দুর্যোগের সময় সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ে। বন্যা, ভূমিধস ও তুষারঝড়ে এসব এলাকার মানুষ দ্রুত সহায়তা না পাওয়ায় দুর্ভোগ আরও বাড়ে।
এএনডিএমএ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে এবং ধ্বংস হওয়া ঘরবাড়ির বাসিন্দাদের পুনর্বাসনে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন ও মানবিক সংস্থাগুলো খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে কাজ করছে।
বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে এমন দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আফগানিস্তানের দীর্ঘমেয়াদি অবকাঠামো উন্নয়ন এবং কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা জরুরি।
তথ্যসূত্র: এএফপি
এনএইচ/
