বাংলাদেশ খেলাফত মজলিস নেতা আজমির হোসেনের ইন্তেকাল, আমিরের শোক
প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ সকাল
নিউজ ডেস্ক

বাংলাদেশ খেলাফত মজলিসের নোয়াখালী হাতিয়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মুহা. আজমির হোসেন শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্রেন স্ট্রোকে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মরহুমের ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, সংগঠনের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় তিনি বলেন, মাওলানা মুহা. আজমির হোসেন ছিলেন একজন সৎ, নীতিবান ও দ্বীনদার আলেম। ইসলামের দাওয়াত, সমাজ সংস্কার এবং দ্বীনি রাজনীতির ময়দানে তাঁর নিষ্ঠা, ত্যাগ ও অবদান সংগঠন ও সমাজে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, মাওলানা আজমির হোসেনের ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিস একজন নিবেদিতপ্রাণ আলেম ও দক্ষ সংগঠককে হারাল। এই ক্ষতি অপূরণীয়।

আমীরে মজলিস আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন—আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবার-পরিজনকে এই শোক সইবার তাওফিক দান করেন।

এনএইচ/