কথা দিচ্ছি, হাতপাখা বিজয়ী হলে স্বাধীনতার প্রত্যাশা পূরণ হবে: পীর সাহেব চরমোনাই
প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৪ সকাল
নিউজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর হয়েছে। লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছিলো। কথা ছিলো, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু বিগত ৫৪ বছরের যারাই ক্ষমতায় এসেছে তাদের তারাই দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ান করেছে। হাজারো খুন-গুমে হাহাকার সৃষ্টি হয়েছে। টাকা পাচার করেছে। এখন এই অবস্থার পরিবর্তন করার সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে হবে।

পীর সাহেব চরমোনাই বলেন, যারা ক্ষমতায় থাকার জন্য বিদেশিদের তাবেদারি করে, যারা ক্ষমতায় থাকার জন্য হানাহানি করে জুলাই গণঅভ্যুত্থানের পরে তাদেরকে আর সুযোগ দেয়া যাবে না।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-৭ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমানের সমর্থনে আয়োজিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এসব কথা বলেন। 

ঢাকেশ্বরী মন্দিরের পাশে আব্দুল আলীম খেলার মাঠে আয়োজিত সমাবেশে পীর সাহেব চরমোনাই বলেন, আমাদের রাজনীতি মানুষের কল্যাণের জন্য, দেশের জন্য ও জাতির জন্য কাজ করে যাচ্ছে। রাজনৈতিক প্রলোভন এড়িয়ে আমরা নীতি ও আদর্শে অটল-অবিচল থেকে কাজ করে যাচ্ছি। ইসলামের জন্য একক ভোট বাক্স নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। যারা ইসলামকে ভালোবাসেন, যারা দেশের কল্যাণ চান, যারা চান বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়াক তারা হাতপাখা প্রতিকে ভোট দিন। কথা দিচ্ছি, হাতপাখা বিজয়ী হলে স্বাধীনতার প্রত্যাশা পূরণ হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে; ইনশাআল্লাহ। 

সমাবেশে উপস্থিত ছিলেন দলের প্রসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন,অধ্যাপক মাহবুবুর রহমান, যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুনতাসির আহমাদ, সহ-সভাপতি ইমরান হোসাইন নুর প্রমূখ।

এনএইচ/