
|
ফের ১১ দলে রূপ নিলো জামায়াত জোট
প্রকাশ:
২৪ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৬ রাত
নিউজ ডেস্ক |
মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন লেবার পার্টি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে। ফলে এই জোট মধ্যখানে ১০ দলে রূপ নিলেও এখন তা আবারও ১১ দলে পরিণত হলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গড়ে ওঠা এই সমঝোতার নাম দেওয়া হয়েছে ’১১ দলীয় নির্বাচনী ঐক্য’। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লেবার পার্টির জোটে যোগ দেওয়ার কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এটিএম মাছুম বলেন, আমরা দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে চাই। এজন্য আমরা সব দল, দেশপ্রেমিক ও চিন্তাশীল লোকদের নিয়ে আগামীতে একটি সরকার গঠন করতে চাই। সে লক্ষ্যেই ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এটা একটা বিরাট অগ্রগতি। এরকম আরও যত দেশপ্রেমিক, আধিপত্যবাদ বিরোধী দল ও ব্যক্তি আছেন, আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ আজ থেকে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটে পরিণত হয়েছে বলেও জানান জামায়াতের এই নেতা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ইরান উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়া, এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেনসহ জোটের শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১১ দলীয় জোট ছিল। তবে সম্প্রতি আসন ভাগাভাগি নিয়ে সৃষ্ট বিরোধের কারণে ইসলামী আন্দোলন বেরিয়ে যায় জোট থেকে। এছাড়া মোস্তাফিজুর রহমান ইরান দীর্ঘদিন বিএনপি জোটে ছিল। এবার বিএনপি থেকে কোনো আসনে ছাড় না পেয়ে তিনি ঘোষণা দিয়ে বিএনপি জোট ছাড়েন। আরএইচ/ |