পরাজিত শক্তি জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে চায়: আমিরে মজলিস
প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৬, ০৫:১০ বিকাল
নিউজ ডেস্ক

পরাজিত শক্তি জুলাই বিপ্লবকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন ‎বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, আমরা যে ১০ দলীয় ঐক্য করেছি, সেই ঐক্যের অন্যতম প্রধান বুনিয়াদ হলো বাংলাদেশকে ভালোবাসা। আমাদের ঐক্যের বুনিয়াদ হলো বাংলাদেশ থেকে দুর্বৃত্তপনা এবং গুন্ডামির রাজনীতি বন্ধ করা।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে পিরোজপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী, প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাইদীর নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, বাংলাদেশ এই লুটপাটের রাজনীতি, দুর্বৃত্তপনার রাজনীতি ও চাঁদাবাজির রাজনীতির কারণে স্বাধীনতার ৫৪ বছর পরও তার নিজস্ব টার্গেট পূরণ করতে পারেনি। বাংলাদেশের ছাত্র-জনতা রক্ত দিয়ে, প্রায় দেড় সহস্র মায়ের কোল খালি করে যে বিপ্লব এনে দিয়েছে, সেই বিপ্লবকে আজ ব্যর্থ করার জন্য ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে। পরাজিত সকল শক্তি আজ সেই জুলাই বিপ্লবকে ব্যর্থ করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে।

‎মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশের মানুষ দেখতে চায় কারা জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কারা ফ্যাসিবাদকে আবার বাংলার মাটিতে ফিরিয়ে আনতে চায়। আমরা ইনসাফের বাংলাদেশ গঠনের জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছি। শহীদ শরীফ ওসমান হাদিরা যে ইনসাফের জন্য প্রাণ দিয়ে গেলো, আগামী ১২ জানুয়ারি ইনশাআল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ব্যালটে এবং আপনাদের আসনে দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করে ইনসাফের বাংলাদেশ গঠন করার জন্য ঐক্যবদ্ধ থাকবেন।

‎তিনি বলেন, আমরা আজ এ নির্বাচনি জনসভায় সমবেত হয়েছি বাংলাদেশের এক ঐতিহাসিক সময়ে। আমাদের বাংলাদেশের ইসলামপন্থি ও দেশপ্রেমিক দলগুলো একটি ঐতিহাসিক ঐক্য গড়ে তুলেছে। আজ মিডিয়ার মাধ্যমে একটি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। প্রশ্ন করা হচ্ছে—১০ দলীয় ঐক্য নির্বাচিত হলে প্রধানমন্ত্রী কে হবে, সংসদে গেলে প্রধান নেতা কে হবে।

‎তিনি অভিযোগ করেন, বাংলাদেশের মানুষ যে পরিবর্তন ও সংস্কারের পক্ষে অবস্থান গ্রহণ করেছে, সেই সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য একটি অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাদেশের গুম, খুন, হত্যা, স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ দূর করার জন্য যে ঐতিহাসিক গণঅভ্যুত্থান হলো, যে জুলাই বিপ্লব হলো সেই জুলাই বিপ্লবের কোনো প্রধান নেতা ছিল না। যেমন করে জুলাই বিপ্লবের কোনো প্রধান নেতা ছিল না, তেমনি আমাদের ১০ দলীয় জোটেও কোনো নেতা নেই।

‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেছারাবাদ উপজেলা আমির আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ জনসভায় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী, প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আরেক ছেলে মাসুদ সাঈদী, জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা আমীর তাফাজ্জল হোসাইন ফরিদ প্রমুখ।

আরএইচ/