
|
মুরাদনগরে হাতপাখার পক্ষে উৎসবমুখর প্রচারণা
প্রকাশ:
২৩ জানুয়ারী, ২০২৬, ০৫:৩২ বিকাল
নিউজ ডেস্ক |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় দিনে ভোটারদের মধ্যে উৎসবমুখর প্রচারণা পরিলক্ষিত হয়। এ সময় কুমিল্লা ৩ আসনে হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকারি মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম ভোটারদের সাথে মতবিনিময় করেন। দলের হেভিওয়েট ও ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে মুরাদনগরে সাধারণ জনগণের মাঝে ভিন্ন একটা উৎসাহ লক্ষ্য করা যায়। শুক্রবার (২৩ জানুয়ারি) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ১৫নং পশ্চিম নবিপুর ইউনিয়নের নবীপুর বাজার ও রহিমপুর স্টেশন এলাকায় হাতপাখার পক্ষে ব্যাপক গণসংযোগ করে প্রার্থী মাওলানা আহমদ আবদুল কাইয়ুম। এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা ইসলামী আন্দোলনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম, সদস্য মো. জহিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সহ-সভাপতি ডাক্তার সাইফুল ইসলাম সহ ইউনিয়ন নেতৃবৃন্দ অংশ নেন। নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আরএইচ/ |