
|
হিফজ সম্পন্নকারী ছাত্রীদের সংবর্ধনা দেবে মাদরাসাতুল হিকমাহ আল-ইসলামিয়াহ
প্রকাশ:
২৩ জানুয়ারী, ২০২৬, ০৫:২৪ বিকাল
নিউজ ডেস্ক |
|
রাজধানীর কল্যাণপুরে অবস্থিত ‘মাদরাসাতুল হিকমাহ আল-ইসলামিয়াহ (বালিকা শাখা)’-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পবিত্র কুরআন হিফজ সম্পন্নকারী ছাত্রীদের বর্ণাঢ্য সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় কল্যাণপুরের কাচ্চি মাশাআল্লাহ রেস্টুরেন্টে এই মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য আলেমে দ্বীন ও মাদরাসাতুস সুফফাহ আল-ইসলামিয়াহ-এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবু তাহের রাহমানী। হাফেজ মাওলানা আবু সালেহ রহমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা রুহুল আমিন সাদী (সাইয়ুম সাদী) ও মাওলানা শিবলী রাহমানী। রাজধানীর কল্যাণপুরে অবস্থিত মাদরাসাটির প্রিন্সিপাল মাওলানা যোবায়ের রহমানী জানান, নারী শিক্ষায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের প্রসারের লক্ষ্যেই এই বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত হয়ে হিফজ সম্পন্নকারী ছাত্রীদের জন্য দোয়া করার বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি। আরএইচ/ |