
|
নীতিমালা অনুযায়ী ইমাম-মুয়াজ্জিন কার বেতন কত হবে?
প্রকাশ:
২১ জানুয়ারী, ২০২৬, ০৭:২৯ বিকাল
নিউজ ডেস্ক |
দেশের মসজিদগুলোর জনবল কাঠামো শক্তিশালী করতে এবং দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে সরকারি ও মডেল মসজিদে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা ‘জাতীয় বেতন স্কেল ২০২৫’ অনুযায়ী বেতন-ভাতা পাবেন। সদ্য প্রকাশিত সরকারি গেজেটে তাদের বিভিন্ন গ্রেডে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সরাসরি সরকার পরিচালিত মসজিদ (যেমন: বায়তুল মোকাররম) এবং দেশব্যাপী নবনির্মিত ৫৬০টি মডেল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা এই সুবিধার আওতায় আসবেন। তাদের বেতন-ভাতা সরাসরি সরকারি তহবিল বা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রদান করা হবে। তবে বেসরকারি বা স্থানীয় মসজিদগুলোর কর্মীদের বেতন দেওয়ার দায়িত্ব আগের মতোই সংশ্লিষ্ট মসজিদ কমিটির হাতে থাকবে। প্রকাশিত গেজেট অনুযায়ী, মসজিদের জনবলকে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর আওতায় সুনির্দিষ্ট গ্রেড ও বেতন কাঠামোতে বিন্যস্ত করা হয়েছে। সিনিয়র পেশ ইমামদের ৫ম গ্রেডভুক্ত করা হয়েছে, যার বেতন স্কেল ৪৩,০০০ থেকে ৬৯,৮৫০ টাকা। পেশ ইমামরা থাকবেন ৬ষ্ঠ গ্রেডে, তাদের স্কেল ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা। এছাড়া ইমামরা ৯ম গ্রেডে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতন স্কেলের অন্তর্ভুক্ত হবেন। মুয়াজ্জিন ও খাদেমদের ক্ষেত্রেও গ্রেড নির্ধারণ করা হয়েছে। প্রধান মুয়াজ্জিন ১০ম গ্রেডে (১৬,০০০-৩৮,৬৪০ টাকা) এবং সাধারণ মুয়াজ্জিন ১১তম গ্রেডে (১২,৫০০-৩০,২৩০ টাকা) বেতন পাবেন। একইভাবে, প্রধান খাদিম ১৫তম গ্রেডে (৯,৭০০-২৩,৪৯০ টাকা) এবং সাধারণ খাদিম ১৬তম গ্রেডে (৯,৩০০-২২,৪৯০ টাকা) অন্তর্ভুক্ত থাকবেন। নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ২০তম গ্রেড নির্ধারণ করা হয়েছে, যার স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। উল্লেখ্য, মসজিদের খতিবদের সম্মানী বা বেতন নির্ধারিত হবে সংশ্লিষ্ট মসজিদ কমিটির সঙ্গে সম্পাদিত চুক্তির শর্তানুযায়ী। মডেল মসজিদগুলোর ক্ষেত্রে ইমাম ও মুয়াজ্জিনরা সরকারি বিধি অনুযায়ী নিয়োজিত জনবল হিসেবে মূল বেতনের (Basic) পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধা পাবেন। সে হিসেবে ৯ম গ্রেডে একজন ইমামের প্রারম্ভিক মূল বেতন ২২,০০০ টাকা হলেও আনুমানিক মোট বেতন দাঁড়াবে ৩৫,০০০ থেকে ৩৭,০০০ টাকার মধ্যে। ১১তম গ্রেডে একজন মুয়াজ্জিনের মূল বেতন ১২,৫০০ টাকা এবং আনুমানিক মোট বেতন হবে ২০,০০০ থেকে ২২,০০০ টাকা। ১৬তম গ্রেডে একজন সাধারণ খাদিম মূল বেতন ৯,৩০০ টাকার বিপরীতে সর্বসাকুল্যে ১৫,৫০০ থেকে ১৭,০০০ টাকা এবং ২০তম গ্রেডে নিরাপত্তা প্রহরী বা পরিচ্ছন্নতাকর্মীর আনুমানিক মোট বেতন দাঁড়াতে পারে ১৪,০০০ থেকে ১৫,০০০ টাকা। কর্মস্থলের অবস্থান (শহর বা গ্রাম) ভেদে এই মোট বেতনের পরিমাণ কিছুটা কম-বেশি হতে পারে। আরএইচ/ |