
|
জামায়াত সঙ্গ ত্যাগ করায় চরমোনাই পীরকে হেফাজত আমীরের অভিনন্দন
প্রকাশ:
২১ জানুয়ারী, ২০২৬, ০৪:০০ দুপুর
নিউজ ডেস্ক |
নির্বাচনের পূর্বমূহুর্তে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদাবিরোধী মওদুদীবাদী জামায়াতের জোট থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়ার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ও সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম এবং দলে শীর্ষ নেতৃত্বকে আন্তরিক মুবারকবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ। মঙ্গলবার (২০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আমরা হেফাজতের পক্ষ থেকে ৫ আগস্ট পরিবর্তিত বাংলাদেশে সহীহ আকীদা বিশ্বাসী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে পরামর্শ দিয়েছি। মওদুদীবাদী জামায়াতকে বাদ দিয়ে অন্যান্যদেরকে এক হওয়ার আহবান করেছি। বাতিলপন্থীদের কারো সাথে জোট না করতে সতর্ক করেছি। আলহামদুলিল্লাহ! মওদূদিবাদী জামায়াতের খপ্পড় থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সঠিক রাজনৈতিক পথচলা তৈরি করতে পারায় বিশেষ মুবারকবাদ জানাই। রাজনীতির ময়দানে ইসলামী হকপন্থিদের সঠিক পথচলা খুবই প্রয়োজনীয় ছিলো। ইসলামপন্থী রাজনীতিকদের জন্য এই পথচলা আগামীতে ভালো অবস্থা তৈরি করবে, ইনশাআল্লাহ। আমীরে হেফাজত আরো বলেন, জামায়াতের সাথে থাকার কারণে এদেশের ইসলামপন্থার বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিলো। পীর সাহেব চরমোনাইর সঠিক পথচলার সিদ্ধান্ত সেই ক্ষতির পথ অনেকটাই বন্ধ করবে বলেই আমি মনে করি, ইনশাআল্লাহ। এই সঠিক পদক্ষেপ নিতে পারায় ইসলামী আন্দোলনকে বিশেষভাবে মুবারকবাদ জানাই এবং হকপন্থী দাবীদার ইসলামী রাজনৈতিক অন্যান্য দলগুলোকে মওদুদীবাদী জোট ত্যাগ করার জন্য আহবান জানাচ্ছি। সাথে সাথে জামায়াতেকেও মওদুদীর গোমরাহী চিন্তাধারা বাদ দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকিদার দিকে ফিরে আসার উদাত্ত আহবান জানিাচ্ছি। আমীরে হেফাজত আরও বলেন, হেফাজত একটি অরাজনৈতিক দ্বীনি সংগঠন। এই সংগঠন কাউকে ক্ষমতায় বসানো বা কাউকে ক্ষমতা থেকে সরানোর জন্য কাজ করে না। তবে আমরা ক্ষমতায় যেই আসুক, তাদের সবাইকে বলব, তারা যেন ইসলাম বিরোধী কোন আইন প্রণয়ন না করে। আর দেশবাসীকে বলব, যারা নবীদের নিষ্পাপ ও সাহাবায়ে কেরামেকে সত্যের মাপকাঠি মনে করে না তাদের থেকে নিজেদের ঈমান-আকীদাকে রক্ষা করার পূর্ণ চেষ্টা করে। দেশবাসীর জন্য দোয়া করে তিনি বলেন, আল্লাহ তাআলা সবাইকে সঠিক আকীদা ও আমলের উপর অটল থাকার তাওফীক দান করুন। আরএইচ/ |