সরকারি আমন্ত্রণে বাংলাদেশ সফরে আফগান উপমন্ত্রী
প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৬, ০৯:৪২ সকাল
নিউজ ডেস্ক

বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্য সম্পর্ক জোরদার করতে  ঢাকা সফর করছেন আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী আহমাদুল্লাহ জাহিদ। এই সফরে তিনি দুই দেশের মধ্যে সরাসরি পণ্যবাহী উড়োজাহাজ (কার্গো ফ্লাইট) চলাচল এবং বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে ওষুধ আমদানির ওপর বিশেষ জোর দিয়েছেন।

২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের কোনো উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের এটাই প্রথম বাংলাদেশ সফর। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আমন্ত্রণে পাঁচ সদস্যের এই প্রতিনিধিদলটি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন।

সফরকালে আহমাদুল্লাহ জাহিদ বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি প্রস্তাব করেন, কাবুল থেকে সরাসরি কার্গো ফ্লাইটে বাংলাদেশে ফলমূল পাঠানো হবে এবং ফিরতি ফ্লাইটে বাংলাদেশ থেকে আফগানিস্তানে ওষুধ পরিবহন করা হবে। এ ছাড়া, তিনি দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তি স্বাক্ষর এবং শুল্কমুক্ত বাণিজ্য সুবিধার বিষয়েও আলোচনা করেন।

বর্তমানে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রায় ৯০ শতাংশই বাংলাদেশের ওষুধের দখলে। এই খাতের সম্ভাবনা যাচাই করতে আফগান উপমন্ত্রী আগামীকাল বুধবার দেশের শীর্ষস্থানীয় দুই ওষুধ কোম্পানি—স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও রেনাটা ফার্মাসিউটিক্যালস পরিদর্শনে যাবেন।

বাণিজ্য আলোচনার পাশাপাশি উপমন্ত্রী জাহিদ যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানের পুনর্গঠনে বাংলাদেশের উদ্যোক্তাদের বিনিয়োগের অনুরোধ জানিয়েছেন। তবে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান জানান, শুল্কমুক্ত সুবিধা বা বাণিজ্যচুক্তির মতো বিষয়গুলো একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার অংশ, যা যথাযথ নিয়ম মেনেই এগোবে।

উল্লেখ্য, গত ডিসেম্বরেও আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ দল বাংলাদেশের ওষুধ কারখানা পরিদর্শন করে গিয়েছিল, যা দুই দেশের ক্রমবর্ধমান বাণিজ্যিক আগ্রহের প্রতিফলন।