
|
একজন মুয়াজ্জিনের দুই মসজিদে আজান দেওয়ার বিধান
প্রকাশ:
১৯ জানুয়ারী, ২০২৬, ১০:১৩ দুপুর
নিউজ ডেস্ক |
|
প্রশ্নঃ আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ورحمه الله আমি যদি এক জায়গায় আযান দিয়ে অন্য জায়গায় আড়ার আযান দিয়ে ইমামতি করি আমার আজান হবে কিনা উত্তর: بسم الله الرحمن الرحيم
আজান হলো জামাতে নামাজের জন্য আহ্বান। নিয়ম হলো, যিনি আজান দেবেন তিনি সেই মসজিদেই জামাতে নামাজ আদায় করবেন। যদি তিনি এক মসজিদে আজান দিয়ে অন্য মসজিদে চলে যান, তবে বিষয়টি এমন দাঁড়ায় যে, তিনি মানুষকে এমন কাজের দিকে ডাকলেন যা তিনি নিজে ওই মসজিদে পালন করলেন না। الدر المختار (1/ 400): "يكره له أن يؤذن في مسجدين." ( کتاب الصلاۃ، باب الأذان ،ط: سعید) فتاوى قاضيخان (1/ 37): "و يكره أن يؤذن في مسجدين ويصلي في أحدهما." (كتاب الصلاة،باب الأذان،مسائل الأذان،ط:رشيدية)
|