
|
বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা জুবাইর আহমদ আশরাফ আর নেই
প্রকাশ:
১৭ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৬ বিকাল
নিউজ ডেস্ক |
|
বিশিষ্ট লেখক, গবেষক ও মুহাদ্দিস মাওলানা জুবাইর আহমদ আশরাফ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাওলানা জুবাইর আহমদ আশরাফের ভাগিনা মাওলানা কাওসার জামিল আওয়ার ইসলামকে জানান, বিকেলে বাসায় অসুস্থতা অনুভব করলে তিনি নিজেই স্ত্রীকে নিয়ে ঢাকা মেডিকেলে যান। সেখানে নিজেই জরুরি বিভাগে টিকিট কেটে চিকিৎসককে দেখাতে যান। জরুরি বিভাগেই অজ্ঞান হয়ে পড়ে যান এবং মৃত্যুবরণ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি হার্ট অ্যাটাক করেছেন। তাঁর দাফন-কাফনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কুমিল্লায় গ্রামের বাড়িতে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হতে পারে বলে জানা গেছে। মাওলানা জুবাইর আহমদ আশরাফ শীর্ষ আলেম লেখক ও গবেষকদের একজন। তিনি রাজধানীর মুগদায় একটি মাদরাসার শাইখুল হাদিসের দায়িত্বে ছিলেন। বেফাকের বই সম্পাদনা কাজেও যুক্ত ছিলেন। লেখালেখি ও সাহিত্য সাধনায় তাঁর দীর্ঘ ত্যাগ রয়েছে। বাংলা ভাষা বিজ্ঞানী ও পণ্ডিত ড. কাজী দীন মুহাম্মদের সান্নিধ্যে থেকে তিনি বাংলা ভাষা চর্চা করেছেন। বাজারে তাঁর বেশ কয়েকটি বই রয়েছে। তরুণ লেখদের কাছেও তিনি বেশ সমাদৃত ছিলেন। মাওলানা জুবাইর আহমদ আশরাফ কুমিল্লার বিখ্যাত আলেম মাওলানা আশরাফ উদ্দীনের ছেলে। তাঁর ছোট ভাই মরহুম জাফর আহমদ রাজধানীর চৌধুরীপাড়া মাদরাসার বিশিষ্ট মুহাদ্দিস ছিলেন। আরএইচ/ |