
|
টিকে গেলেন হাসনাত, বাদ পড়লেন ধানের শীষের প্রার্থী
প্রকাশ:
১৭ জানুয়ারী, ২০২৬, ০৪:৩২ দুপুর
নিউজ ডেস্ক |
কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহর বৈধ মনোনয়নপত্রের বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে তার প্রার্থিতা বহালই থাকল। অন্যদিকে ঋণ খেলাপির অভিযোগে একই আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল করেছে ইসি। শনিবার (১৭ জানুয়ারি) আপিল শুনানির অষ্টম দিনে দুই পক্ষের শুনানি শেষে এ সিদ্ধান্ত জানায় সংস্থাটি। এর আগে ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোয়নপত্র কেন বাতিল করা হবে না- এ জন্য ইসিতে আপিল করেছিলেন একই আসনের এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। অন্যদিকে হাসনাতের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সি। কুমিল্লা-৪ আসনে এবার বিএনপির মনোনয়ন পেয়েছিলেন পাঁচবারের সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সি। অপরদিকে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোট থেকে এই আসনে মনোনয়ন পেয়েছেন জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা এবং এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ। আরএইচ/ |