শুভকামনা প্রিয় বেফাক পরীক্ষার্থী
প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৬, ১১:০৯ দুপুর
নিউজ ডেস্ক

মাসউদুল কাদির

দ্বীনের খুঁটিকে অবিচল রাখতে অতন্দ্র প্রহরী এই কওমি সন্তানেরা। ইসলামের প্রকৃত জ্ঞান অর্জনের পথে  দুনিয়ার অনেক কিছুই বিসর্জন দেন তারা। আল্লাহ তাআলা তাদের সবাইকে কবুল করুন।

পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে হয়। সবসময় উত্তেজনা দমিয়ে রাখতে রাখতে হয়। আবেগে একদিন বেশি পড়লে পরের দিন অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। পরীক্ষার দিনগুলোতে যথাসময়ে সব কাজ করতে হবে। যেমন :

পরীক্ষার হলে শান্ত থাকা, প্রশ্নপত্র ভালো করে পড়া, সময় ভাগ করে নেওয়া, সহজ প্রশ্ন আগে করা এবং গুরুত্বপূর্ণ অংশগুলো লিখে ও রিভিশন দিয়ে উত্তর সাজানো উচিত, পাশাপাশি প্রয়োজনীয় সামগ্রী (প্রবেশপত্র, কলম, ক্যালকুলেটর) সঙ্গে রাখা এবং নিয়ম মেনে চলা গুরুত্বপূর্ণ বিষয়।

পরীক্ষার আগে প্রস্তুতি নিন

অ্যাডমিট কার্ড (প্রবেশপত্র), কলম, পেন্সিল, স্কেল, ক্যালকুলেটর (যদি লাগে) ইত্যাদি স্বচ্ছ ব্যাগে গুছিয়ে নিতে হবে।

সময় সচেতনতা

পরীক্ষা কেন্দ্রে ৩০ মিনিট আগে পৌঁছানোর চেষ্টা করতে হবে।  যানজট বা ট্রাফিক সমস্যা জানা থাকলে অবশ্যই আগে আগে যেতে হবে। কোনোভাবেই পরীক্ষার সময় যাতে পথে নষ্ট না হয়।

শান্ত থাকা জরুরি

পরীক্ষার হলে প্রবেশ করে শুরুতে

শান্ত থাকুন। কোনো উত্তেজনা বা উত্তাপ নয়। গভীর শ্বাস নিন।  আত্মবিশ্বাসী বাড়ান।

প্রশ্নপত্র পড়ুন

পুরো প্রশ্নপত্র মনোযোগ দিয়ে পড়তে হবে। নির্দেশনাগুলো ভালো করে বুঝুন। তারপর লেখা শুরু করুন।

সময় বণ্টন

প্রতিটি প্রশ্নের নম্বর দেখে সময় ভাগ করে নিন। মনে রাখবেন, নির্ধারিত সময়ের মধ্যেই আপনাকে উত্তর লিখে শেষ করতে হবে।

উত্তর কোনটা আগে দেবেন

সহজ থেকে শুরু করতে হবে। যে প্রশ্নগুলো ভালো পারেন, সেগুলো আগে লিখুন, এতে আত্মবিশ্বাস বাড়বে। পরের প্রশ্নের উত্তরটা দিতে আরো সহজতর মনে হবে।

পরিকল্পনা

উত্তর লেখার আগে মূল পয়েন্টগুলো খাতায় বা আলাদা কাগজে লিখে নিন।  এটা আমরা বক্তৃতার ক্ষেত্রে করে থাকি।

মনোযোগ

কেউ আপনাকে লিখে দিবে না। অন্য শিক্ষার্থীদের দিকে না তাকিয়ে নিজের লেখার ওপর মনোযোগ দিন।

সময় দেখুন

ঘড়ির দিকে খেয়াল রাখুন। কোনো প্রশ্নে আটকে গেলে পরের প্রশ্নে চলে যান। এক জায়গায় আটকে থাকবেন না।

স্পষ্ট লিখুন

পরিচ্ছন্নভাবে ও গুরুত্বপূর্ণ অংশগুলো হাইলাইট করে লিখুন।  স্বচ্ছ ও সুন্দর সবার পছন্দ।

পানি পান: প্রয়োজন হলে পানি পান করুন। নিজের মনোযোগ যাতে নষ্ট না হয়।

রিভিশন দিন

উত্তর লেখা শেষে ২ বার দেখে নিন। ভুল থাকলে সংশোধন করুন। রিভিশনে অনেক উপকার হয়। এ সময়টা বাঁচাতেই হবে।

নিয়ম মানতে হবে

কোনোভাবেই অসৎ উপায় অবলম্বন করা যাবে না। পরীক্ষাসংক্রান্ত দায়িত্বশীলদের সঙ্গে তর্ক করবেন না।

লেখক: মাদরাসা পরিচালক, সাংবাদিক ও বিশ্লেষক

এনএইচ/