
|
৫ আগস্টে লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
প্রকাশ:
১৬ জানুয়ারী, ২০২৬, ১২:৫৭ দুপুর
নিউজ ডেস্ক |
|
কুমিল্লায় ৫ আগস্ট লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব ১১। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের ভূঁইয়া বাড়ি ব্রিজসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করা হয়। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-১১-এর কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। র্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভুত্থান পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন থানায় দুষ্কৃতিকারীরা হামলা করে এবং থানার অভ্যন্তরে থাকা অস্ত্র, গোলাবারুদ সহ গুরুত্বপূর্ণ নথিপত্রাদি লুটপাট ও ধ্বংস করে। উক্ত বিশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে কতিপয় স্বার্থন্বেষী মহল ও দুষ্কৃতিকারীরা থানার মালখানা ভেঙে সরকারি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ লুট করে নিয়ে যায়। এরই প্রেক্ষিতে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনার পর ১টি চাইনিজ রাইফেল ও ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। র্যাব-১১-এর কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, ‘অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। উদ্ধার হওয়া অস্ত্র-সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এমএন/ |