
|
পটিয়ায় নির্মিত হচ্ছে ‘বেগম খালেদা জিয়া মসজিদ’
প্রকাশ:
১৩ জানুয়ারী, ২০২৬, ১১:৩৯ দুপুর
নিউজ ডেস্ক |
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং বিএনপির সাবেক নেতা মোহাম্মদ মনজুর আলমের অর্থায়নে পটিয়া উপজেলার সাত্তার পেটুয়ায় নির্মিত হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জামে মসজিদ। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে মসজিদের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ মোহাম্মদ ফারুক আজম। মোনাজাত পরিচালনা করেন মাওলানা রাশেদুল হক। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাবেক মেয়র আলহাজ মো. মনজুর আলমের ছেলে মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ ফারুক আজম বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান চির জাগরুক রাখার জন্য পটিয়ায় বেগম খালেদা জিয়ার নামে মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘সাবেক মেয়র আমার পিতা আলহাজ মো. মনজুর আলম ২০১০ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন। এই মহীয়সী নারী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার নিদর্শন স্বরূপ আমাদের পরিবারের এই মহৎ উদ্যোগ। আল্লাহ রাব্বুল আলামীন বেগম খালেদা জিয়াকে বেহেস্ত নসিব করুন।’ এনএইচ/ |