
|
বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর
প্রকাশ:
১২ জানুয়ারী, ২০২৬, ০৪:১০ দুপুর
নিউজ ডেস্ক |
ইরানজুড়ে সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতার পর দেশটির পরিস্থিতি এখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার তেহরানে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে আরাগচি জানান, গত সপ্তাহান্তে বিক্ষোভ ঘিরে সহিংসতা কিছুটা বেড়েছিল, তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরেছে। তিনি অভিযোগ করেন, চলমান বিক্ষোভকে পরিকল্পিতভাবে সহিংস ও রক্তক্ষয়ী রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হস্তক্ষেপের সুযোগ বা অজুহাত পান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটি যুদ্ধের জন্য প্রস্তুত থাকলেও কূটনৈতিক সমাধানের পথ এখনো খোলা রাখা হয়েছে। একই সঙ্গে তিনি জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুত সারা দেশে ইন্টারনেট সংযোগ পুনরায় চালুর কাজ চলছে। বিশেষ অগ্রাধিকার দিয়ে দূতাবাস এবং বিভিন্ন সরকারি মন্ত্রণালয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হবে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নাম উল্লেখ না করে ডোনাল্ড ট্রাম্পকে ইতিহাসের ‘অহংকারী স্বৈরশাসকদের’ সঙ্গে তুলনা করেছেন। তিনি লেখেন, যারা ক্ষমতার দম্ভে নিজেকে সর্বশক্তিমান মনে করেছিল—ফেরাউন, নমরুদ বা রেজা শাহ—তাদের পতন তখনই ঘটেছিল যখন তারা ক্ষমতার চূড়ায় ছিল। খামেনির ভাষ্য অনুযায়ী, একই পরিণতি ট্রাম্পের জন্যও অনিবার্য। আরএইচ/
|