দ্বিতীয় দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের দুই প্রার্থী বৈধতা পেলেন
প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৬, ০৭:০৪ বিকাল
নিউজ ডেস্ক

আপিলে দ্বিতীয় দিনের শুনানিতে বাংলাদেশ খেলাফত মজলিসের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) আপিলের দ্বিতীয় দিনের শুনানিতে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—সুনামগঞ্জ-১ আসনে মাওলানা মুখলেসুর রহমান এবং জয়পুরহাট-১ আসনে মাওলানা আনোয়ার হুসাইন।

প্রসঙ্গত, গতকাল আপিলের প্রথম দিনের শুনানিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আরও তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ নিয়ে আপিল শুনানিতে মোট পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো।

উল্লেখ্য, বাংলাদেশ খেলাফত মজলিসের মোট ২২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এর মধ্যে ইতোমধ্যে ১৭ জন প্রার্থী আপিল করেছেন।

আরএইচ/