
|
পাঁচ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না: তারেক রহমান
প্রকাশ:
১০ জানুয়ারী, ২০২৬, ০২:৩৬ দুপুর
নিউজ ডেস্ক |
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিশোধ, প্রতিহিংসায় একটি দল বা মানুষের কী হতে পারে তা আমরা পাঁচ আগস্ট দেখেছি। আমরা পাঁচ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। সেই সময়ে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, আমাদের মতপার্থক্য থাকবে; কিন্তু সেটা যে মতবিভেদ পর্যায়ে না। তিনি বলেন, দেশের মানুষ স্বপ্ন দেখছে, সব আশা হয়তো পূরণ করা সম্ভব নয়। তবে সবাই যদি স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহলে জাতিকে সঠিক পথে নিয়ে যেতে পারবো। রাজধানীতে পানির সমস্য নিয়ে তিনি বলেন, এ নিয়ে আলোচনা করি উচিত। তা না হলে ভবিষ্যতে অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হতে হবে। তরুণদের কর্মসংস্থানের পাশাপাশি, তাদের কাজে লাগাতে না পারি তাহলে সব প্রত্যাশা ধ্বংস হয়ে যাবে। সড়ক দুর্ঘটনা প্রসমনে, কৃষকদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করতে সবার কাজ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলেও জানান বিএনপির এই সর্বোচ্চ নেতা। সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ মন্তব্য করে তিনি বলেন, যেকোনোভাবে গণতান্ত্রিক পন্থা এবং জবাবদিহিতা চালু রাখতে হবে। এতে করে দেশের পরিবর্তন করা যাবে। শুধু রাজনৈতিক আলোচনা নয়, মানুষের জীবন যাত্রার মান কীভাবে আরও উন্নত করা যায় তারও বেশি করে আলোচনা প্রয়োজন। এসময় তিনি জানান, ২২ জানুয়ারি থেকেবিএনপির পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবো। পাশাপাশি সরকার গঠন করলে গণমাধ্যমের গঠনমূলক সমালোচনার প্রত্যাশার কথাও জানান তারেক রহমান। আরএইচ/ |