
|
তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হওয়ায় জমিয়তের অভিনন্দন ও শুভেচ্ছা
প্রকাশ:
১০ জানুয়ারী, ২০২৬, ০৮:২৪ সকাল
নিউজ ডেস্ক |
তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই অভিনন্দন ও শুভেচ্ছা জানান। নেতৃদ্বয় বলেন, তাঁর নেতৃত্বে বিএনপি দেশ, ইসলাম ও জনগণের পক্ষে কার্যকর ভূমিকা রাখবে। দেশের সার্বভৌমত্ব, জনগণের ভোটাধিকার, ইসলামি মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবেন বলে আমরা বিশ্বাস করি। জমিয়তের পক্ষ থেকে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সফলতা কামনা করা হয়। |