
|
ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা
প্রকাশ:
০৯ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৬ বিকাল
নিউজ ডেস্ক |
ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় গবাদি পশু চুরির সন্দেহে ৪৫ বছর বয়সী এক মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে একদল অজ্ঞাতপরিচয় চরমপন্থী। গতকাল বৃহস্পতিবার পুলিশ এই খবর জানিয়েছে। পিটিআই-এর তথ্য অনুযায়ী, গত বুধবার রাতে পোড়াইয়াহাট থানার অন্তর্গত মাটিহানি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম পাপ্পু আনসারি, তিনি পাথরগামা থানার অন্তর্গত রানিপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, একদল লোক আনসারিকে গবাদি পশু চুরির অভিযোগে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট জে পি এন চৌধুরী জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কারা এর সাথে জড়িত তা শনাক্ত করতে তদন্ত চলছে। চৌধুরী বলেন, ‘‘তদন্তের অগ্রগতি হলে আরও বিস্তারিত তথ্য জানানো হবে। এই পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহতের বিরুদ্ধে আগে থেকেই অপরাধমূলক রেকর্ড ছিল এবং অতীতে তিনি বেশ কয়েকবার জেলেও গিয়েছিলেন। সম্প্রতি ভারতে হিন্দুত্ববাদী জঙ্গিরা ‘বাংলাদেশি’ ও ‘রোহিঙ্গা’ তকমা দিয়ে; আবার কখনও গোমংস বহনের অভিযোগ তুলে প্রকাশ্যে মুসলমানদের একের পর এক গণপিটুনি দিয়ে হত্যার উৎসবে মেতে উঠেছে। গত কয়েকমাসে চরমপন্থীদের বেপরোয়া সহিংসতায় দেশটির নিরপরাধ বহু মুসলিম নির্মমভাবে হতাহতের শিকার হয়েছেন। আরএইচ/ |