
|
সিরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা
প্রকাশ:
০৯ জানুয়ারী, ২০২৬, ০৪:০৬ দুপুর
নিউজ ডেস্ক |
সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে কয়েকদিন ধরে চলা সংঘর্ষের পর যুদ্ধবিরতি ঘোষণা করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) ও সরকারি বাহিনীর মধ্যে এই সংঘর্ষ চলছিল। শুক্রবার (৯ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় ভোর ৩টা থেকে আলেপ্পোর শেখ মাকসুদ, আশরাফিয়েহ ও বানি জায়দ এলাকায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। একই সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোকে ওই এলাকা ছাড়ার জন্য ৬ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছে। আলজাজিরা জানিয়েছে, মাঠপর্যায়ের প্রতিবেদনে জানা গেছে, যুদ্ধবিরতির মধ্যেও আলেপ্পোর আশরাফিয়েহ এলাকায় রাষ্ট্রের ইন্টারনাল সিকিউরিটি ফোর্স তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। গত ৪৮ ঘণ্টায় শেখ মাকসুদ ও আশরাফিয়েহ এলাকা থেকে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার থেকে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জন বেসামরিক নাগরিক রয়েছেন। আরএইচ/ |