
|
ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি হুজাইফার ইন্তেকাল
প্রকাশ:
০৯ জানুয়ারী, ২০২৬, ০৯:০৪ সকাল
নিউজ ডেস্ক |
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিস ঢাকা জেলা শাখার উপদেষ্টা মুফতি মুহাম্মদ হুজাইফা বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) তিনি দীর্ঘদিন যাবত কিডনি ও স্ট্রোকজনিত জটিলতায় চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, আত্মীয়স্বজন ও দ্বীনি আন্দোলনের অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান। আজ শুক্রবার (৯ জানুয়ারি) হবিগঞ্জ বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামে বাদ জুমা তাঁর জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে। তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। প্রদত্ত শোকবাণীতে নেতৃদ্বয় মহান আল্লাহর দরবারে মুফতি মুহাম্মদ হুজাইফার মাগফিরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। খেলাফত মজলিসের নেতৃদ্বয় আরো বলেন, ইসলামী সমাজ বিপ্লব ও খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে মরহুম মুফতি হুজাইফা ছাত্র জীবন থেকে আমৃত্যু বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তিনি অত্যন্ত মেধাবী ও তরুণ আলেমে দ্বীন ছিলেন। মিষ্টভাষী ও বিনয়ের স্বভাব ছিল তাঁর চারিত্রিক অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ তাঁর সমস্ত নেক আমল কবুল করে নিন। |