
|
‘আসন সমঝোতা শিগগির চূড়ান্ত না হলে জনগণের প্রত্যাশা ব্যাহত হবে’
প্রকাশ:
০৯ জানুয়ারী, ২০২৬, ০৮:১৭ সকাল
নিউজ ডেস্ক |
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর আগামীর নতুন বাংলাদেশ গঠনের জন্য দেশপ্রেমিক ইসলামী শক্তির জন্য আসন্ন জাতীয় নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ। খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের ঘোষিত "ইসলামের ওয়ান বক্স" পলিসিকে কেন্দ্র করে ইসলামপন্থীদের দীর্ঘদিনের প্রচেষ্টায় গঠিত আন্দোলনরত ৮ দলের প্লাটফর্ম আজ দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তিরুপে আবির্ভূত হয়েছে। ইসলামী দলসমুহের সাথে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের দেশপ্রেমিক রাজনৈতিক দলসমূহের আসন সমঝোতা কেন্দ্রিক গঠিত ১১দলীয় নির্বাচনী এলায়েন্সের প্রতি সারা দেশের মানুষের একটি বিশাল প্রত্যাশা তৈরী হয়েছে। আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশপন্থীদের এই ঐক্যবদ্ধ শক্তিকে বিনষ্ট করার জন্য নানামূখী ষড়যন্ত্র চলছে। কোনভাবেই এই সম্ভাবনা বিনষ্ট হতে দেয়া যাবেনা। এই জন্য ১১ দলের আন্তঃদলীয় বোঝাপড়া দ্রুত শেষ করতে হবে। আসন সমঝোতা শীঘ্রই চূড়ান্ত না হলে জনগণের প্রত্যাশা ব্যাহত হবে।" তিনি আরো বলেন, ইসলাম ও দেশের কল্যাণে আসন সমঝোতার ক্ষেত্রে খেলাফত মজলিস সর্বোচ্চ ছাড় দিয়েই এই ঐক্য প্রক্রিয়াকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে। কিন্ত মাঠের বাস্তবতা এবং দলের সক্ষমতা অনুযায়ী আসন সমঝোতা না হলে দলমতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে সকল দলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কাজের পরিবেশ নিশ্চিত হবে না। ইসলাম ও দেশের স্বার্থে সকলে মিলেই পারস্পরিক ঐক্য ও সম্প্রীতির পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৫টি আসনে খেলাফত মজলিসের নির্বাচনী কার্যক্রম পর্যালোচনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে সংগঠনের সিলেট জেলা ও মহানগর শাখার এক জরুরী দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও মহানগরী সহসভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, আব্দুল হান্নান তাপাদার, কে এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, মাওলানা আশিকুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা সালেহ নজীব আইয়ুবী, মহানগর শাখার উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ওলিউর রহমান, অফিস সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, জেলা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ মুজিবুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা হোসাইন আহমদ মিসবাহ প্রমুখ। এনএইচ/ |