
|
খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মুফতি মনির কাসেমীর উদ্যোগে দোয়া মাহফিল
প্রকাশ:
০২ জানুয়ারী, ২০২৬, ০৫:১৩ বিকাল
নিউজ ডেস্ক |
নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় শুক্রবার (২ জানুয়ারি) এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে স্থানীয় ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা বারের নেতা এড. আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন চৌধুরী, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান সেন্টুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিত্ব, আলেম-ওলামা এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মাহফিলে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর রাজনৈতিক জীবন ও দেশের জন্য অবদানের কথা স্মরণ করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়। এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তাঁর ত্যাগ ও নেতৃত্ব দেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। দোয়া মাহফিল শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। আরএইচ/ |